লাটাগুড়ি ১৭ জুলাই: বনমহোৎসবের মধ্যেই রেল ওভারব্রিজ তৈরির জন্য লাটাগুড়ির জঙ্গলে গাছ কাটার কাজ শুরু করল কাজের বরাতপ্রাপ্ত বন উন্নয়ন নিগম। মঙ্গলবার সকাল নটা থেকে লাটাগুড়ি চালশা গামী জাতীয় সড়ক বন্ধ রেখে গাছ কাটার কাজ শুরু হয়েছে। জানাগেছে চ্যাংড়াবান্ধা থেকে নিউ মালগামী রেল পথে বিচাভাঙ্গা রেল ক্রসিংয়ে রেল ওভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়কে কর্তৃপক্ষ। তার জন্য লাটাগুড়ির জঙ্গলে এই গাছ কাটা। গত বছর এপ্রিল মাসে প্রথম গাছ কাটার কাজ শুরু হলেও গ্রিন ট্রাইব্যুনালে পরিবেশপ্রেমীদের করা মামলার জন্য গাছ কাটার কাজ বন্ধ হয়ে যায় মাঝপথে।এই পরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল গ্রিনট্রাইবুনালের বিচারপতি রায় দেন যে ১০ মে য়ের মধ্যে মামলাকারীরা এই গাছ কাটা বন্ধের কোনো উপযুক্ত কারণ না দেখতে পারে তাহলে উঠে যাবে এই স্থগিতাদেশ। ৯মে পরিবেশপ্রেমীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে দিল্লিতে গ্রিনট্রাইবুনালের মুখ্য বিভাগে এই গাছ কাটা বন্ধের জন্য আপিল করতে যাওয়া হয়।কিন্তু সেখানে তাদের আপিল গ্রাহ্য হয়নি। কারণ প্রথম থেকেই পরিবেশপ্রেমীদের বক্তব্য ছিল জঙ্গলের গাছ কাটার জন্য কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র ছিল না বন দপ্তরের। এই প্রেক্ষিতেই আদালত গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি করেছিল।কিন্তু মামলা চলাকালীন বনদপ্তরের তরফে বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র দেখায় বন দপ্তর। তার প্রেক্ষিতেই উঠে যায় এই স্থগিতাদেশ। যার জেরে এদিন ফের শুরু হয়েছে গাছ কাটার কাজ।
ছবিঃ গাছ কাটা চলছে লাটাগুড়ির জঙ্গলে।– শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uDETsQ
July 17, 2018 at 11:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন