সিটি নির্বাচনে ‘নৌকা’র সমর্থনে বিশ্বনাথ উপজেলা আ’লীগের সভা ও গণসংযোগ

123-2মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে:: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের ‘নৌকার’ সমর্থনে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচারণা সভা ও গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকেল জেলা পরিষদ মিলনায়তনে প্রচারণা সভাটি অনুষ্ঠিত হয়। প্রচারণা সভা শেষে সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। প্রচারণা সভা ও গণসংযোগে আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বিশ্বনাথী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমসু মিয়া, হাজী ইরন মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দাশ, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রণ, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নুর মিয়া, আহমদ আলী, শেখ মোঃ আজাদ, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার দে, আবুল বাসার, আরিফ উল্লাহ সিতাব, আবদুর নূর, মহব্বত আলী, তফজ্জুল আলী, শংকর চন্দ্র ধর, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক শাহ জাহান সিরাজ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দে, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সহ সভাপতি আবদুল গফ্ফার, যুবলীগ নেতা আবদুল হক, আবদুর রউফ, ফয়সল আহমদ মেম্বার, আঙ্গুর মিয়া, জিয়াউর রহমান জিয়া, গিয়াস উদ্দিন, ইউছুফ আলী, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, সনঞ্জিত আচার্য্য, ছালিক মিয়া, আল মনসুর, লিটন মিয়া, সাদ্দাম হোসেন জুনেদ, রানু মালাকার, আবদাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শংকর বিহারী দাশ, রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, যুগ্ম সম্পাদক দিপু ধর, সেলিম মিয়া, সুনিল শুল্ক বৈদ্য, ছাত্রলীগ নেতা সায়হাম সিকদার, আরব শাহ, আবদুল মুকিত সুমন, সমীর দে ঝুলন, রুহেল আহমদ, সরফ উদ্দিন সৌরভ, আসাদ আহমদ, সুমন চন্দ, রিপন আহমদ, সাব্বির মিয়া, আবদুল মুমিন, হোসাইন আহমদ, মাহফুজ ইমন, বদরুল ইসলাম শামীম প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2uKTPpO

July 24, 2018 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top