চেন্নাই, ১০ জুলাইঃ তামিলে নিট(NEET) পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের বাড়তকি নম্বর দেবে সিবিএসসি। আজ এমনই নির্দেশিকা দিল মাদ্রাজ হাইকোর্ট। কারণ প্রশ্নপত্রে ভুল ছিল। সেজন্যে মোট তামিল ভাষায় দেওয়া সকল পরীক্ষার্থীকে ৭২০ এর মধ্যে ১৯৬ করে বাড়তি নম্বর দিতে হবে। পরীক্ষার্থীরা ভুল বা ঠিক যেটাই উত্তর দিয়ে থাকুক না কেন, তাদের এই অতিরিক্ত নম্বর দেবে সিবিএসই। দু’সপ্তাহের মধ্যে নতুন তালিকা প্রকাশিত হবে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মেডিকেলের কাউন্সিলিংও বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে উপকৃত হবে প্রায় ২৪ হাজার পড়ুয়া।
সিপিএম বিধায়ক টিকে রঙ্গরাজন আদালতে অভিযোগ জানিয়েছিলেন নিট পরীক্ষার তামিল ভাষার প্রশ্নপত্রে ৪৯টি প্রশ্নে ভুল রয়েছে। যারা তামিল ভাষায় পরীক্ষা দিয়েছেন সেই ৪৯টি প্রশ্নের পুরো নম্বর দিতে হবে তাদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ukYgqj
July 10, 2018 at 01:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন