কলকাতা, ২৭ জুলাই- চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বলিউড তারকা শর্মিলা ঠাকুরের হাতে তুলে দিয়েছে সাম্মানিক ডি-লিট। একই সঙ্গে এই ডি-লিট দেওয়া হয় ভারতের ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এস এম ইউসুফের হাতেও। নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রথিতযশা দুই কৃতীর হাতে এই সম্মাননা তুলে দেন। গত ২৬ মে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় সাম্মানিক ডি-লিট। ওই সময় এই দুই কৃতী ব্যক্তিত্বকে একই সঙ্গে ডি-লিট দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় শর্মিলা ঠাকুর ও এস এম ইউসুফ আসানসোলে আসতে পারেননি। এবার রাজভবনে আয়োজিত ছোট্ট একটি সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয় এই ডি-লিট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কলকাতার বিশিষ্টজন। এমএ/ ০৮:২২/ ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LTRqzI
July 28, 2018 at 02:25AM
27 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top