অভুক্তদের খাওয়াতে মুম্বইতে রোটি ব্যাংক

মুম্বই, ৮ জুলাইঃ খিদের জ্বালা মেটাতে, অভুক্তদের মুখে খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ নিলেন এক মুম্বই-নিবাসী অবসরপ্রাপ্ত এক আইপিএস অফিসার।

‘রোটি ব্যাংক’ নামে ওই উদ্যোগের মাধ্যমে রেস্তোরাঁ, ক্লাব ও পার্টি থেকে বেঁচে থাকা খাবার সংগ্রহ করে তা ভ্যানে করে অভুক্তদের মধ্যে বিলি করা হয়।

মুম্বইয়ের বিখ্যাত ‘ডাব্বাওয়ালা’-দের সঙ্গে যৌথ উদ্যোগে গত বছরের ডিসেম্বরে এই অভিনব উদ্যোগ চালু করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি ডি শিবনন্দন। ৬ মাসের মধ্যেই ‘রোটি ব্যাংক’ বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। শিবনন্দনের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লন্ডনের ব্যবসায়ী নিতিন খানপুরকর। ‘রোটি ব্যাংক’-এর জন্য তিনি ২৪-ঘণ্টার হেল্পলাইন চালু করেছেন।

শিবনন্দন বলেন, ভারতে প্রতিদিন প্রায় ১.৮ লক্ষ টন খাবার নষ্ট হয়। অন্যদিকে, গড়ে প্রতিদিন ২০ কোটি মানুষ অভুক্ত থাকেন। এর একটা বড় সংখ্যা মুম্বইতে রয়েছে। শিবনন্দন রেস্তোরাঁগুলি যেহেতু বেঁচে যাওয়া খাবার বাইরের বিলি করতে পারে না, তাই তাঁরা তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজ করে থাকেন।

মূলত রুটি, ভাত, সবজি ও ডাল সংগ্রহ করে সেই খাবার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বিলিয়ে দেওয়া হয়। যাতে খাবার নষ্ট না হয়ে যায়।

এখনও পর্যন্ত শহরে ৭৫ হাজার মানুষের কাছে তাঁরা পৌঁছতে পেরেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KEq4B0

July 08, 2018 at 05:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top