চেক বাউন্সে নতুন নিয়ম আনল কেন্দ্র

নয়াদিল্লি, ২৪ জুলাইঃ এবার চেক বাউন্সে বেশ কড়া কেন্দ্র। সোমবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭ পাশ হয়েছে লোকসভায়। এই বিল অনুযায়ী যদি কেউ চেক বাউন্স করা নিয়ে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করেন তাহলে অভিযুক্তকে প্রথমেই চেকে ইশ্যু করা অর্থের ২০ শতাংশ আদালতে জমা করতে হবে। আর সে টাকা দেওয়া হবে অভিযোগকারীকে। চেক ইশ্যু করার ৬০ দিনের মধ্যে এই টাকা জমা করতে হবে।

তবে ইশ্যু করা অর্থের পরিমাণ যদি বেশি হয়, তবে তা দুই কিস্তিতে জমা দেওয়ার সুযোগ মিলবে। সঙ্গে আগের ৬০ দিনের সঙ্গে দেওয়া হবে আরও ৩০ দিনের ছাড়। যদি অভিযুক্ত ট্রায়াল কোর্টে দোষী প্রমাণিত হন ও তিনি আপিল করেন, তবে তাঁকে মোট প্রদেয় অর্থের আরও ২০ শতাংশ আদালতে জমা রাখতে হবে। পাশাপাশি ২০ শতাংশ অর্থ তাঁর জরিমানা হতে পারে। আদালত চাইলে এই জরিমানার অর্থ বাড়িয়ে ১০০ শতাংশ করতে পারে। সরকারের বক্তব্য, এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে চেক বাউন্সের প্রবণতা কমবে।

তথ্য অনুযায়ী, গোটা দেশের নিম্ন আদালতগুলিতে চেক বাউন্স সংক্রান্ত ১৬ লক্ষ মামলা ঝুলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LkHu63

July 24, 2018 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top