চিনে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণ

বেজিং, ২৬ জুলাইঃ বেজিংয়ে চাওয়াং জেলায় মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। তবে এটা জঙ্গি হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি একটি বোমা নিয়ে দূতাবাসের দিকে ছুড়তে যান। দূতাবাসের দেওয়ালে পৌঁছোনোর আগেই ওই ব্যক্তির কাছেই বোমাটি ফেটে যায়। গোটা এলাকা বিকট আওয়াজ এবং ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই এলাকা থেকেই এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজের শরীরে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NHTLhB

July 26, 2018 at 03:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top