”৩য় সিউল বাংলা চলচ্চিত্র উৎসব”
দক্ষিণ কোরিয়ার মত কর্মমুখর দেশে আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং এখানকার বসবাসরত বাংলাদেশীদের একটু টিত্তবিনোদনের জন্য একঁঝাক তরুন নিরলস কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় একঝঁাক তরুন তরুনীদের তৈরী সংগঠন Bacak(Bangladesh culture association in korea) কর্তৃক আগামী ২০~২২শে জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানীতে “সিউল বাংলা চলচ্চিত্র উৎসব” অনুষ্ঠান করতে যাচ্ছে। এবার মোট ৪টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন হবে, আসন সংখ্যা সীমিত তাই প্রতিটি প্রদর্শনীতে আগ্রহী দর্শকদের সুযোগ দেওয়া হবে। একজন ব্যক্তি প্রতিটি প্রদর্শনীর জন্য একটি এবং সর্বাধিক ৫টি (মোট প্রদর্শনীর সংখ্যা ৫টি) র জন্য আবেদন করতে পারবেন। বাচ্চাদের জন্য আসনের প্রয়োজনে আলাদা আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন
www.seoulbangla.com
Video content directed by: Nabidur Rahman
Actress: Fatema Akhter Mim & Seemoon Hridi
Special Thanks: mohammad zubayed ul islam & Bulbul Ahmed
Producer: Mahbub Alam
BGM: Swapnajaal – Emon Kore Bolchi | Singer: Rashid Sarif Soyeb.
Host & organize: Embassy of Bangladesh in Seoul
Organize: Bangladesh Cultural Association in Korea
Support: Korean Cultural Association, Darin Hana Multiculal Center
Hall: Arirang Cine Center
১। সিনেমা শুরু হবার ১০মিনিট আগে থেকে প্রবেশ সম্ভব তবে সিনেমার ১০ মিনিটের অধিক সময় অতিবাহিত হলে, হলে প্রবেশ করতে পারবেন না।
২। খাবার এবং পানীয় হলে বহন করা যাবে না।
৩। মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ছবি তোলা / ভিডিও করা যাবে না।
৪। ভিন্ন নামে একাধিক আবেদন করবেন না।
৫। সিনেমা হলে কথোকপন করা চলবে না।
৬। আমাদের টিকেট বিনামূল্যে বিতরণ করা হবে, টিকেট হলের নিকট থেকে নিজ দায়িত্বে সংগ্রহ করুন।
৭। নির্ধারিত কোন সিট নেই, আগে এসে পছন্দের সিট গ্রহণ করতে পারবেন।
বিস্তারিত আমাদের হুম পেইজে ঃ http://seoulbangla.com/programs/
আবেদনের সময় ঃ ২৭শে জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত, তবে নির্ধারিত সময়ের পূর্বে শেষ হতে পারে।
আগে আবেদনকারি অগ্রাধিকার পাবেন।
সিনেমা হলের ঠিকানা ঃ http://seoulbangla.com/location/
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KUAWqh
July 08, 2018 at 12:08AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন