মারাদোনাকে কড়া ভাষায় ভর্ৎসনা ফিফার

মস্কো, ৫ জুলাইঃ বিশ্বকাপ থেখে অনেক আগেই বিদায় নিয়েছে তাঁর দেশ। তবে দিয়েগো মারাদোনা রয়েছেন স্বমহিমায়। গ্যালারিতে অশ্লীল ইঙ্গিত করা থেকে শুরু করে মাদক নেওয়া কিংবা প্রকাশ্যে ধূমপান থেকে ফিলমি শ্যুটিংয়ের অছিলায় অতিরঞ্জিত আচরণ, নান বিষয়ে বারবার অস্বস্তিতে ফেলেছেন ফিফাকে। ফিফার পক্ষ থেকে সতর্ক করেও বাগে আনা যায়নি ফুটবলের রাজপুত্রকে। মঙ্গলবার কলম্বিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়েও কড়া প্রতিশ্রুতি দেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইংল্যান্ডের জয়কে ‘মনুমেন্টাল রবারি’ বলে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচের রেফারি মার্ক গাইগারের সমালোচনাও করেন। তারপরেই মারাদোনাকে কড়া ভাষায় তিরস্কার করে ফিফা।

ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মারাদোনার মন্তব্য ‘সম্পূর্ণ অসঙ্গত এবং ভিত্তিহীন।’ ফিফা কড়া প্রতিক্রিয়া দিয়ে জানায়, ‘ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িত একজন ফুটবলারের কাছ থেকে এ ঝরনের মন্তব্য অনভিপ্রেত। তাঁর এই সমালোচনাকে ফিফা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KOjreK

July 05, 2018 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top