কলকাতা, ২১ জুলাইঃ লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২ টি আসনই জিতবে তৃণমূল। শনিবার তৃণমূলের ২৫তম শহিদ দিবসে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও।’ এই সুরেই বাঁধা পড়ল তৃণমূলের ২৫তম শহিদ দিবস। এদিন বেলা প্রায় ১ টা নাগাদ মঞ্চে উঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পরই তিনি বক্তৃতা শুরু করেন। মেদিনীপুরে মোদীর সভায় প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা তুলে মমতা বলেন, ‘যারা প্যান্ডেল সামলাতে পারে না, তারা আবার দেশ গড়বে।’ এরপরই বলনে, ‘লোকসভা ভোটে ৪২টার মধ্যে ৪২ টাই দখল করব আমরা।’ অনাস্থা ভোটে বিজেপির জয়কে কটাক্ষ করে মমতা বলেন, ‘আজ যদি জয়ললিতা বেঁচে থাকতেন তাহলে এআইএডিএমকে-র ভোট পেত না বিজেপি ৷ ২০১৯ সালে দেশ থেকে বিজেপি বিতাড়িত হবে বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LykTyV
July 21, 2018 at 05:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন