রায়পুর, ২৪ জুলাইঃ সেরা অপরাধী জেলবন্দি। নিশ্চিন্তে পুলিশ প্রশাসন। কিন্তু সরকারি অতিথিশালায় বসেই ছত্তিশগড়ের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছিল তপন সরকার। রাজ্যের দাগি অপরাধী থেকে সাধারণ পুলিশকর্মী সবাই দাদা নামে যাকে একডাকে চেনে। দাদার কীর্তির কথা জেনে হতবাক পুলিশ ও কারা দপ্তরের পোড়খাওয়া কর্তারা।
২০০৫ সাল থেকে একটি খুনের মামলায় দুর্গ কেন্দ্রীয় কারাগারে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তপন সরকার। ওই জেলেই কয়েকবছর ধরে বন্দি ছিল তার অন্তত ১২জন শাগরেদ। সম্প্রতি পুলিশ জানতে পারে, জেলে বসেই ছত্তিশগড় জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে দাদা। বাইরে থাকা ভাইরা দাদার নাম নিয়ে ভয় দেখানো, তোলা আদায় সহ বিভিন্ন অপরাধ করছে। রাজ্য পুলিশের ডিজিপি (কারা) কেকে গুপ্তা জানিয়েছেন, অভিযোগ পাওযার পর দুর্গে বন্দি দাদার ১২ জন শাগরেদকে চিহ্নিত করা হয়। তাদের ইতিমধ্যেই অন্য জেলে সরিয়ে নিযে যাওয়া হয়েছে। দাদা কীভাবে জেলে বসে বাইরের সঙ্গে যোগাযোগ রাখতো সেবিষয়ে তদন্ত চলছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OePByX
July 24, 2018 at 11:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন