আজ রুশ বিপ্লবের সঙ্গে লড়াই স্প্যানিশ আর্মাডার

মস্কো, ১ জুলাই ঃ বিশ্বকাপের শুরুতে তেমন ভাবে আশা ছিল না। থাকবেই বা কেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে বিশ্ব ক্রমতালিকায় সকলের শেষে  ছিল আয়োজক রাশিয়া। কিন্তু সব হিসেব পালটে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাালে উঠেছে লেনিনের দেশ। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম। গ্রুপ লিগে উরুগুয়ে ম্যাচ বাদে দাপট দেখিয়েছেন স্ট্যানিস্লাভ চেরিসেভরা। তার সঙ্গে আছে জনসমর্থন। সব মিলিয়ে আজ শেষ ষোলোর ম্যাচে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ের সব মশলা নিয়ে প্রস্তুত রাশিয়া। অন্যদিকে, কোনোক্রমে গ্রুপের বাধা টপকেছে স্পেন। দলে প্রচুর তারকা থাকলেও, এখনও দল হিসাবে ভালো ফুটবল উপহার দিতে পারেননি সের্জিও রামোস, আন্দ্রে ইনিয়েস্তারা। ডিফেন্সে প্রচুর ফাঁকফোঁকর। শেষ ম্যাচে মরক্কোর কাছে দু গোল খেতে হয়েছে স্প্যানিশ ডিফেন্সকে। বয়সের ভারে কাহিল রামোসরা। আর সেখানেই ভয় ধরাচ্ছে রাশিয়া। গ্রুপ লিগে গতিশীল ফুটবল উপহার দেওয়া চেরিসেভরা যে স্পেনের ডিফেন্সকে যে পরীক্ষায় ফেলবে, তা বলাই বাহুল্য। তবে রাশিয়ার শক্তি যদি তারুণ্য হয়, তাহলে স্পেনের শক্তি অবশ্যই অভিজ্ঞতা। শেষ পর্যন্ত কে জেতে সেদিকেই নজর থাকবে সকলের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MBO6cf

July 01, 2018 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top