নয়াদিল্লি, ২৭ জুলাইঃ হাতে আর মাত্র কয়েকঘণ্টা, তার পরেই দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, ব্লাড মুন (পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদকে দেখায় গাঢ় কমলা বা লাল রঙের। এ কারণে চাঁদের এ অবস্থাকে বলা হয় ‘ব্লাড মুন’)। আজ চাঁদ ঘুরতে ঘুরতে প্রবেশ করবে একেবারে পৃথিবীর ছায়ার মধ্যে। এদিন রাত ১১.৪৪ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১টায়। রাত ১.১৫ মিনিট থেকে ২.৪৩ মিনিট পর্যন্ত পৃথিবীর ছায়ার সম্পূর্ণ পিছনে থাকবে চাঁদ। গ্রহণ চলবে ভোর ৪.৫৮ মিনিট পর্যন্ত।
অন্যদিকে, শুক্রবার পৃথিবীর কাছে এগিয়ে আসবে মঙ্গলগ্রহ। দীর্ঘ ১৫ বছর পর এদিন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল। যা দৃশ্যমান থাকবে ৩১ জুলাই অবধি। মুম্বইয়ের নেহরু প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর অরবিন্দ পরাঞ্জপে জানান, ‘সাধারণত পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ১০০ মিলিয়ন কিলোমিটার কিন্তু ২৭ জুলাই সেটা কমে হবে প্রায় পাঁচ কোটি ৭৬ লক্ষ কিলোমিটার।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uPF4lF
July 27, 2018 at 07:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন