ঢাকা, ১৯ জুলাই- দুর্দান্ত সব ছবি নিয়ে হাজির হলেও নানান জটিলতায় একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামীকাল ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল শাকিবের আলোচিত সিনেমা ভাইজান এলো রে। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এখন জানা গেল, পূর্বঘোষণা অনুযায়ী ২০ জুলাইও ছবিটি মুক্তি পাচ্ছে না। মুক্তির তারিখ পিছিয়ে ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। এদিকে ছবিটির আমদানিকারক এন ইউ ট্রেডার্সের পক্ষে পরিচালক অনন্য মামুন জানান, ছবি মুক্তি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একটা অনুমতির দরকার হয়। আমরা ছবিটি ২৭ জুলাই মুক্তি দেওয়ার জন্য অনুমতি পেয়েছি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এর আগে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া যুক্তরাষ্ট্র থেকে জানান, বিশ্বকাপের পরই দেশের দর্শক যাতে ভাইজান এলো রে দেখে আনন্দে মেতে উঠতে পারেন, সেই চেষ্টা আগে থেকেই ছিল। সে হিসেবে ২০ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়। ছাড়পত্র আরও আগে পাওয়া গেলে প্রচার চালাতে সুবিধা হতো। শাকিব খানের ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেলেও একই দিনে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের সুলতান: দ্য সেভিয়ার। ভারতের একক নির্মাণের এ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক নেতা জানান, ভারতে একই দিনে মুক্তি পায় ভাইজান এলো রে ও সুলতান: দ্য সেভিয়ার। সেখানে ছবি দুটি লড়েছে বলিউডের ছবি রেস থ্রির সঙ্গে। ব্যবসায়িক দিক থেকে কলকাতায় শাকিবের ছবিটি কিন্তু এগিয়ে ছিল। সেই ছবিটি নিয়ে বাংলাদেশের ছবিপ্রেমীদের আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখেছি। ছবিটি যেহেতু ভারতে একই সময়ে মুক্তি পেয়েছে, বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া হলে ভালো হতো। ছবিটির ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকদেরও বেশ আগ্রহ রয়েছে। উল্লেখ্য, গত সোমবার ভাইজান এলো রে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়। গেল ঈদে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ভাইজান এলোরের। কিন্তু আইনী জটিলতায় সেটি আর সম্ভব হয়নি। তথ্যসূত্র: গো নিউজ২৪ এআর/১৬:১০/১৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uKVQkT
July 19, 2018 at 10:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন