মুম্বই, ৫ জুলাইঃ যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটেছিল, সেই ন্যানো গাড়ির উৎপাদনই বন্ধ করে দিতে চলেছে টাটা মোটরস। সংস্থা সূত্রে খবর, ন্যানোর চাহিদা ক্রমশ কমতে থাকায় এই পথে হাঁটতে চলেছে টাটা।
গত মাসে রতন টাটার মস্তিষ্কপ্রসূত ‘লাখটাকিয়া’ মাত্র একটি ইউনিট তৈরি করা হয়েছিল। গতবছর জুন মাসে ২৭৫ ইউনিট ন্যানো গাড়ি তৈরি হয়েছিল। গত বছর জুন মাসে সারা দেশে ন্যানো গাড়ি বিক্রি হয়েছিল মোট ১৬৭টি। অথচ এবছর জুন মাসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র তিনে। তবে ন্যানো গাড়ির বর্তমান সংস্করণ বন্ধ করে বৈদ্যুতিন সংস্করণ তৈরি হবে কিনা সেব্যাপারে এখনও কোনো সদুত্তর মেলেনি টাটা মোটরসের তরফে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, বর্তমান অবস্থায় ২০১৯-এর পর ন্যানোর টিকে থাকা মুশকিল। সেক্ষেত্রে এই ব্র্যান্ডটিকে টিকিয়ে রাখতে গেলে নতুন উদ্যোগ নেওয়া দরকার।
টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি অনেক আগেই লোকসানে চলা ন্যানোর উৎপাদন বন্ধ করে দিতে চেয়েছিলেন। সম্প্রতি ইন্ডিকা এবং ইন্ডিগো ইসিএস গাড়িদুটির উৎপাদন বন্ধ করেছে টাটা মোটরস। এবার ন্যানোর ভাগ্যেও বিদায়বার্তা লিখতে চলেছে টাটা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lWCyVZ
July 05, 2018 at 07:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন