লন্ডন, ২ জুলাইঃ বিশ্ব ক্রিকেটে যে কয়েটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে ১ ইনিংসে ১০ উইকেট নেওয়া তার মধ্যে অন্যতম। ১৯৫৬ সালে যে কাজটি করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অফস্পিনার জিম লেকার। ১৯৯৯ সালে একই কীর্তি গড়েন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগে স্টোকসলে ক্লাবের হয়ে ১ ইনিংসে ১০ উইকেট নিয়ে তাঁদের পাশে বসে পড়লেন ভারতের বাঁহাতি পেসার শ্রীকান্ত ওয়াঘ। শনিবার মিডলসবোরো ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে তিনি এই কাণ্ডটি ঘটান। অতীতে ভারতীয় এ দলে সুযোগ পাওয়া শ্রীকান্তের দুরন্ত বোলিংয়ের সুবাদেই স্টোকসলে ১৩৫ রানে মিডলসবোরোকে হারিয়েছে। বিদর্ভের এই পেসারের নামের পাশে ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬১ উইকেট রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tWnf2Y
July 02, 2018 at 07:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন