মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেস এর বিখ্যাত নভেম্বর রেইন গানটি ইউটিউবে নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো গানটির মিউজিক ভিডিও ১০০ কোটি ভিউ ছাড়িয়েছে গানটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত একশত কোটি ১২ লাখের চেয়েও বেশিবার গানটি ইউটিউবে দর্শক দেখেছেন। ফলে নব্বইয়ের দশকে রচিত প্রথম কোনও গান এ মাইলফলক স্পর্শ করলো। নভেম্বর রেইন গানটি লিখেছেন গানটির প্রধান সংগীত শিল্পী অ্যাক্সল রোজ। ১৯৯২ সালে গানটি রিলিজ হয়। নব্বইয়ের দশকে গানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রানবেরিসের জোম্বি গানটি। ইউটিউবে এটি প্রায় ৭৪ কোটি দর্শক দেখেছেন। অ্যাক্সল রোজের নভেম্বর রেইন গানটি ইউটিউবে আপলোড করা হয় ২০০৯ সালে। গুগলের তথ্য মতে গানটি গত বছরের ২৫ নভেম্বর একদিনে সর্বোচ্চবার দেখার রেকর্ড গড়েছিল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uvtHiq
July 18, 2018 at 01:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন