আমস্টারডম, ১০ জুলাই- বিশ্ব টি-টোয়েন্টির বাছাইয়ে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যপূরণের মাত্র দুই ম্যাচ দূরে এখন বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখলেন সালমা-রুমানারা। লেগস্পিনার ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে আরব আমিরাতের মেয়েদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। আমিরাতের মেয়েদের করা ৩৯ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নারী দল। তখনো নিজেদের ইনিংসের বাকি ৭৯টি বল। নিগার সুলতানার ২২ ও সানজিদা ইসলামের ১৫ রানের ইনিংসে মাত্র ৬.৫ ওভার ব্যাট করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেছিল তাদের মাত্র একজন ব্যাটসম্যান। পরের ১১ রানেই বাকি ৯ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের টিকিট ধরিয়ে দেন ফাহিমা, রুমানা, নাহিদারা। ইনিংসের ১৩তম ওভারের শেষ ৩ বলে টানা ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফাহিমা। পরের ওভারেই ২ বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আরেক স্পিনার রুমানাও। সবমিলিয়ে মাত্র ১৬.২ ওভারে ৩৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নেন ফাহিমা। এছাড়া ২ ওভারে ১ মেইডেনের সহায়তায় ৪ রান খরচায় রুমানা ২টি ও ২.২ ওভারে ২ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা। আগামী ১২ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদশের মেয়েরা। সেই ম্যাচে জিতলে পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য, মিলবে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির টিকিট। পরে ফাইনাল জিতলে পূরণ হবে প্রত্যাশামাফিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাও। সূত্র: জাগোনিউজ২৪ এমএ/ ১১:০০/ ১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uiXslP
July 11, 2018 at 05:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top