ক্রিকেটের কুলিন জাতি ইংল্যান্ড। খেলাটির আবিষ্কারকও তারা। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্টে। ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্টে ১০০০তম ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১ আগস্ট মাঠে নামবে ইংল্যান্ড। ক্রিটের তীর্থভূমি ইংল্যান্ডের এটা হতে যাচ্ছে তাদের টেস্ট ইতিহাসের সহস্রতম টেস্ট। ১০০০তম টেস্টকে সামনে রেখে সোমবার (৩০ জুলাই) ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেট পরিবারের পক্ষ থেকে প্রথম কোনো দেশ হিসেবে ১০০০তম টেস্ট খেলতে যাওয়া ইংল্যান্ড দলকে আমি অভিনন্দন জানাতে চাই। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে আমি ইংল্যান্ড দলের জন্য শুভকামনা জানাচ্ছি। সবচেয়ে পুরনো ও সবচেয়ে চাহিদা সম্পন্ন ফরম্যাটে তারা তাদের পারফরম্যান্স ও খেলোয়াড় তৈরি অব্যহত রাখুক, যেটা অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোকে অনুপ্রাণিত করে। ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড তাদের প্রথম টেস্ট খেলে। আজ থেকে ১৪১ বছর আগে সেই টেস্টে ইংল্যান্ড ৪৫ রানে পরাজয় বরণ করে। তাদের ৯৯৯টি টেস্টের মধ্যে জয় ৩৫৭টিতে। হার ২৯৭টিতে। আর ড্র হয়েছে ৩৪৫টি ম্যাচে। সহস্রতম টেস্ট উপলক্ষ্যে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জেফ ক্রো ও আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারিরা আইসিসির পক্ষ থেকে ম্যাচের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রাভেসের হাতে একটি রূপার স্বারক ফলক তুলে দিবেন। ভারতের বিপক্ষে ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলে ইংল্যান্ড। শুরু থেকেই ভারতের বিপক্ষে তারা ভালো ফল করে আসছে। ভারতের বিপক্ষে ১১৭ টেস্টের ৪২টিতেই জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৫টিতে। ঘরের মাঠে ইংল্যান্ড জিতেছে ৩০টি টেস্ট। সেখানে ভারত জিতেছে মাত্র ৬টি। ২১টি টেস্টের ফলাফল হয়েছে ড্র। সূত্র: গোনিউজ২৪ এইচ/১০:১৪/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LCvPj8
July 31, 2018 at 04:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন