নয়াদিল্লি, ২৮ জুলাইঃ মাস দুয়েক আগেই কনিষ্ঠতম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টের শিখর ছুঁয়েছিল হরিয়ানার কিশোরী শিবাঙ্গি পাঠক। ফের একবার রেকর্ড গড়ল সে। মাউন্ট কিলিমাঞ্জারো হল আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। মাত্র তিনদিনে সেই শৃঙ্গের চূড়ায় উঠেই ইতিহাস গড়েছে শিবাঙ্গি। সরকারিভাবে এখনও এই সাফল্যের কথা ঘোষিত না হলেও শুভেচ্ছা আসতে শুরু হওয়ায় সকলের ভালবাসায় উচ্ছ্বসিত কিশোরী। তবে শিবাঙ্গির কথায় বাবা-মায়ের নিরলস পরিশ্রম ও সমর্থন না থাকলে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব হত না। শিবাঙ্গি জানিয়েছে, ‘মেয়েদের যেমন বাবা-মাকে বোঝানো উচিত তার লক্ষ্যে পৌঁছোতে সবরকম পরিশ্রম সে করবে, তেমনই অভিভাবকদেরও উচিত মেয়ের পাশে দাঁড়ানো। এমন কোনও কাজ নেই যা মহিলাদের পক্ষে অসম্ভব।’ তবে এখানেই থামতে রাজি নয় সে। জানা গিয়েছে, এবার তার লক্ষ্য ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানো।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NTKrHI
July 28, 2018 at 06:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন