টেস্ট আর টি-টোয়েন্টিতে যেমনই হোক ওয়ানডেতে দুর্বার বাংলাদেশ দল। সেটাই প্রমাণ হলো গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। ক্যারিবীয়দের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ম্যাচে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। তাতেই ৩ রেটিং পয়েন্ট হারালো টাইগাররা। বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। শ্রীলঙ্কা আট আর ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে। আইসিসির নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ে উপরে থাকা দল ম্যাচ জয়ে পাবে এক পয়েন্ট আর হারলে কাটা যাবে তিন পয়েন্ট। সে অনুযায়ী আগের রেটিং পয়েন্ট ৯৪ থেকে ৩ কমে এসে দাঁড়িয়েছে ৯১ তে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সেন্ট কিটসে। এই ম্যাচে বাংলাদেশ জিতলে পাবে এক পয়েন্ট আর হারলে যাবে তিন পয়েন্ট। সেন্ট কিটসে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ১০:২২/ ২৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JXwnKM
July 28, 2018 at 04:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন