আগরতলা, ১০ জুলাই- ত্রিপুরা রাজ্যের অন্যতম ফল কুইন আনারসের পর এবার বিশ্ব বাজারে কাঁঠাল, কাঁকরোল ও লেবু রফতানির উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকারের কৃষি দফতর। মঙ্গলবার (১০ জুলাই) নিজ দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রিপুরার কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় জানান, এ বছর থেকে রাজ্যের অন্যতম ফল কুইন আনারস দুবাইতে রফতানি শুরু করেছে কৃষি দফতর। আগে প্রতিটি কুইন আনারস রাজ্যের বাজারগুলোতে ১০ থেকে ১৫ রুপিতে বিক্রি করা হতো। এখানে সেখানে প্রতিটি আনারস চাষিদের কাছ থেকে ২০ রুপিতে কিনে ২১ রুপিতে বিক্রি করছে রাজ্য সরকার। আনারস রফতানিতে এ সাফল্যের পর রাজ্য সরকারের কৃষি দফতর এবার কাঠাল, কাঁকরোল ও লেবু রফতানির দিকে নজর দিয়েছে। রাজ্যে এ ফসলগুলো উৎপাদন বেড়েছে। মন্ত্রী জানান, রাজ্যে উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে লেবু। কৃষকরা লেবু বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন। তাই লেবু, কাঁঠাল ও কাঁকরোল রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তিনি আরও জানান, যে সব ফল সরাসরি রফতানি সম্ভব হবে না, সেগুলোকে প্রক্রিয়াজাত করে রফতানির পরিকল্পনা করছে সরকার। এর জন্য বন্ধ হয়ে থাকা রাজ্য সরকারের ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র নেরামিককে (ফল প্রক্রিয়া কেন্দ্র) আবার চালুর কথা ভাবছে সরকার। এমএ/ ০৯:২২/ ১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2m9c3g4
July 11, 2018 at 03:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top