ভুপাল, ২৪ জুলাইঃ বৃত্তি বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার ইস্তফা দেন মধ্যপ্রদেশের প্রায় ৫০০ জুনিয়ার চিকিৎসক। রিওয়া, ভুপাল, ইন্দোর, গোয়ালিয়ার এবং জব্বলপুর সরকারি হাসপাতালের জুনিয়ার চিকিৎসক পদে কর্মরত ছিলেন এঁরা। সকলে একসঙ্গে ইস্তফা দেওয়ায় এই ৫টি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিসেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যপ্রদেশের জুনিয়ার ডক্টরস অ্যাসোসিয়েসন (জুডা)-এর সভাপতি সচেত সাক্সেনা জানান, জুনিয়ার চিকিৎসকেরা কেবল সরকারি হাসপাতাল থেকে ইস্তফা দেননি, এঁরা কোনো ক্লাস করবেন না এবং হস্টেলও ছেড়ে দেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lm8GRI
July 24, 2018 at 09:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন