কলকাতা, ৩১ জুলাইঃ জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা। খবর এসে পৌঁছেছে সিআরপিএফ-র শীর্ষ কর্তাদের কাছে। জানা গিয়েছে, জঙ্গলমহলে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের নিজস্ব নেটওয়ার্ক বলছে, সম্প্রতি বেলপাহাড়ি, বিনপুর এবং পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ঘুরে গিয়েছে বাংলার শীর্ষ মাও নেতা আকাশ এবং তার স্ত্রী তথা স্কয়্যাড সদস্য জবা। সিআরপিএফ-র তরফে বিষয়টি জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরকে। খবর শোনার পর কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।
২০১১ সালে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় কিষেণজি-র। সুচিত্রা মাহাত থেকে শুরু করে বিকাশ, তারাসহ বহু মাওবাদী আত্মসমর্পণ করেছে। কিন্তু, ধরা যায়নি আকাশ ও জবাকে। ২০১৬ সালে আকাশ পশ্চিমবঙ্গের মাওবাদী রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হয়। তারপর থেকে সে ঝাড়খণ্ডে সক্রিয় ছিল। এই সতর্কবার্তা পাওয়ার পর জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে যৌথবাহিনী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AmPfTK
July 31, 2018 at 02:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন