রায়গঞ্জ, ১১ জুলাইঃ রায়গঞ্জে সাপের কামড়ে মৃত্যু হল এক ৯ বছরের এক নাবালকের। ঘটনাটি রায়গঞ্জের রুপাহার এলাকার বেলুল গ্রামের। মৃতের নাম দেবা দেবশর্মা। মৃতের বাবা উপেন দেবশর্মা জানিয়েছেন, বুধবার সকালে ঘুম থেকে উঠে বিছানায় একটি সাপ দেখতে পান। এরপরই মশারি দিয়ে ধরে সাপটিকে আটকে রাখেন তিনি। সেই সময় বিছানার একপাশে ঘুমিয়ে ছিল দেবা। হঠাত্ই সে চিত্কার শুরু করে। এরপরই তিনি দেখেন, সাপটি তাঁর ছেলের বাঁ হাতে কামড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে দেবাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করান তিনি। কিছুক্ষণ চিকিত্সা চলার পর মৃত্যু হয় তার। এদিকে সাপটিকে হাঁড়িতে আটকে হাসপাতাল চত্বরে নিয়ে আসেন উপেন দেবশর্মা। খবর পেয়ে রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলের কর্ণধার অজয় সাহা সহ অন্যান্য সদস্যরা সেখানে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটি বিষাক্ত কালাচ সাপ বলে জানান অজয়বাবু। পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, এদিন বিপ্লব দাস নামে এক মৎস্য ব্যবসায়ীকে সাপে কামড়ে দেয়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2m7Ndgr
July 11, 2018 at 05:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন