মুম্বাই, ১১ জুলাই- ভারতে মুসলমানরা টার্গেট হয়ে পড়েছেন জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। একটি মুসলিম পরিবারের সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে তৈরি হওয়া ছবি মূলক করেছেন তাপসী। এ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেত্রী বলেন, মুসলমানদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে, সেটিই ছবিটি তার হাতে নেয়ার অন্যতম কারণ। এ জন্য বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন তাপসী। তিনি বলেন, এটি গভীর চিন্তার ব্যাপার। আমি নিজের জীবন থেকে উদাহরণ দিচ্ছি। আমার ম্যানেজার, ড্রাইভার, বাড়ির কাজের লোকটিও মুসলিম। আমাকে চালায় ওরাই। কিন্তু এটি দেখতে খারাপ লাগে যে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। ওদের প্রতি বৈষম্যই ছবিতে আমার কাজ করার কারণ। আমার মনে হয়েছে, কাউকে যদি রুখে দাঁড়াতে হয়, তবে আমিই না হয় সেই দায়িত্ব কাঁধে নিই। মূলক ছবিতে ঋষি কাপুর, নিনা গুপ্তা, রজত কাপুর, মনোজ পওয়া, আশুতোষ রানা প্রমুখ শিল্পীরাও কাজ করেছেন। ছবির পরিচালক অনুভব সিনহা বলেন, ছবির কাজ শুরুর সময় তারা ভেবেছিলেন, স্রোতের বিরুদ্ধে হাঁটছেন, কিন্তু ট্রেলারের প্রতি ইতিবাচক সাড়া দেখে মনে হচ্ছে, তাদের অবস্থানই সঠিক। অনুভবের কথায়, এটি হিন্দু-মুসলিম ব্যাপার নয়। আগেও এ ধরনের সংঘাত হয়েছে। ভারত এমন এক বৈচিত্র্যে ভরা দেশ। হিন্দুরা লড়েছে মুসলিমদের সঙ্গে, শিখরা হিন্দুদের সঙ্গে, শিয়ারা সুন্নিদের সঙ্গে, ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের সঙ্গে- প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই হয়েছে। সূত্র : এবিপি আনন্দ আর/১৭:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JdF2bn
July 11, 2018 at 11:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top