নয়াদিল্লি, ৩১ জুলাইঃ ১২ বছরের নিচে শিশু বা নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ডের সংস্থান চেয়ে বিল পাশ হল লোকসভায়। সোমবার এই মর্মে বিল পাশ হয়। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও উত্তরপ্রদেশের উন্নাওকাণ্ডের পর, দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণের বিরুদ্ধে তুমুল শোরগোল উঠেছিল। বিশেষ করে, কাঠুয়াকাণ্ডের জেরে গত ২১ এপ্রিল, শিশু ধর্ষকদের বিরুদ্ধে কঠোর সাজার সংস্থান তৈরি করতে অপরাধমূলক আইন (সংশোধনী) অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র। এদিন এই বিল পাস হওয়ায় তা ওই অর্ডিন্যান্সের বদলে কার্যকর হল। এদিন বিল পেশ করা হলে, প্রায় সবকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে। যদিও, অর্ডিন্যান্স রুটের মাধ্যমে বিল পাস করানোর জন্য বিরোধীদের কয়েকজন সদস্য কেন্দ্রের সমালোচনা করে। কিন্তু, ধ্বনিভোটের মাধ্যমে সহজেই নিম্নকক্ষে পাস হয়ে যায় বিলটি। বিরোধীদের কয়েকজন এই বিলে আরও সংশোধনী আনার প্রস্তাব দিলে, তা ধ্বনিভোটের মাধ্যমে খারিজ হয়ে যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vmugux
July 31, 2018 at 11:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন