রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিল ফুটবল দলের সদস্য টাইসনের মাকে অপহরণ করেছে ব্রাজিলের কিছু দুষ্কৃতিকারী। ব্রাজিলের দক্ষিণে মন্তে বোনিতো শহরে এই অপহরণের ঘটনা ঘটে। স্থানটি ব্রাজিল ও উরুগুয়ের সীমান্তে অবস্থিত। তবে পুলিশের তৎপরতায় টাইসনের মাকে অপহরণকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নেইমারদের দলে ছিলেন টাইসন। ৩০ বছরের টাইসন এখন ক্লাব ফুটবল খেলেন ইউক্রেনের শাখতার দোনেৎস্কে। গত এক মাস ধরে বলতে গেলে রাশিয়ায় ছিলেন টাইসন। লেফট উইংগারে খেলেন তিনি। জানা গেছে, টাইসনের মা বাড়ির গেটের সামনে এক ব্যক্তির কাছ থেকে ফুলের তোড়া নিতে এসেছিলেন। ঠিক সেই সময়ই কয়েকজন অপহরণকারী তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। গোটা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পাওয়া মাত্র তল্লাশি শুরু করে পুলিশ। মন্তে বোনিতো শহর খুব একটা বড় নয়। ফলে অনুসন্ধান চালিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করেন টাইসনের মা রোসানগেলা বার্সিলেজ ফ্রেডাকে। ৫৮ বছরের প্রৌঢ়াকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে একটি বাড়ির গ্যারেজের ভিতর চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল। সেই অবস্থাতেই তাঁকে উদ্ধার করে পুলিশ। চারজন অপহরণকারীর মধ্যে আবার একজন ছিলেন নারী। তবে ফ্রেডা যে ফুটবলার টাইসনের মা তা জানত দুষ্কৃতিকারীরা। তাই তার সঙ্গে কোনো অসভ্য আচরণ করেনি তারা। এমনকী পুলিশকেও বিশেষ বাধা দেয়নি অপহরণকারীরা। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক। ব্রাজিলে এমন ঘটনা এই প্রথম নয়। অতীতেও ঘটেছে। লুই ফ্যাবিয়ানো ও গ্রাফির মাকেও অপহরণ করা হয়েছিল। পরে তাদের উদ্ধার করতেও সফল হয় পুলিশ। তবে সদ্য বিশ্বকাপ খেলে ফেরা ফুটবলারের মাকে কিনা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো! তাই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ পরে সংবাদমাধ্যমকে জানায়, অপহরণকারীরা জানত একজন বিশ্বকাপ খেলুড়ে সদস্যের মাকে তুলে এনেছে তারা। তাই ফ্রেডার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তবে পহরণের পিছনে আসল কারণ কী তা আমাদের খতিয়ে দেখতে হচ্ছে। সব জেনেশুনেও কেন তাকে অপহরণ করা হলো সে বিষয়ে এখনও দ্বন্দ্বে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। সূত্র: বিডি প্রতিদিন এমএ/ ১১:২২/ ১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nn9D95
July 19, 2018 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top