গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বরঃ বৃদ্ধ বাবা-মা ও প্রতিবন্দী ভাইবোনকে দেখার কর্তব্য অস্বীকার করলে এবং তা ধরা পড়লে কোপ পড়বে বেতন। সরকারি কর্মচারীদের প্রতি এই নির্দেশ জারি করল অসম সরকার। দেশের প্রথম রাজ্য এই ‘প্রণাম’ আইন জারি করল অসম সরকার।
২ অক্টোবর থেকে অসমে চালু হবে এই আইন। নিজের দায়িত্ব পালনে অবহেলা করলে মাসিক বেতনের ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ বেতন কাটা যেতে পারে।
অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘সরকারি কর্মচারীরা যাতে বাবা-মার প্রতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেন, তা নিশ্চিত করতেই এই আইন চালু করা হচ্ছে।’ অসম রাজ্যসভায় গতবছরই আসাম এমপ্লয়িজ পেরেন্টস রেসপনসিবিলিটি অ্যান্ড নর্মস ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং বিল, ২০১৭ পাশ হয়েছে। বিলের অন্য নাম অসম এমপ্লয়িজ প্রণাম বিল। এই বিল অনুযায়ী, ওই কর্মীর মাইনে থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে তা বাবা-মা অথবা প্রতিবন্দী ভাই-বোনের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LrnRcq
July 28, 2018 at 02:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন