বিশ্বনাথে যুবদল নেতার ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

images-1বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও (পূ্র্বপাড়া) গ্রামের আস্তফা মিয়ার পুত্র সোহাগ আহমদ চন্দনের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহষ্পতিবার বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী তিনি দায়ের করেন। যার নং-৬১৯।

imagesডায়েরীতে তিনি উল্লেখ করেন, md Chondon Miah নামের তাঁর ফেসবুক আইডি গত ৯ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যবহার করেছেন। কিন্তু ওইদিন বিকেল ৫টার পর হতে তাঁর ফেসবুক আইডিতে পাসওয়ার্ড চাচ্ছে। তিনি (সোহাগ আহমদ চন্দন) ধারণা করছেন, কেউ তাঁর ফেসবুক আইডি হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করায় তিনি তাঁর ফেসবুক আইডি ব্যবহার করতে পারছেন না। এই অবস্থায় হ্যাককারী তাঁর আইডিতে সরকার বিরোধী কথাসহ নানা অশ্লীল লেখা বা ছবি পোস্ট করে তাঁর বড় ধরণের ক্ষতিসাধন করতে পারে জিডিতে তিনি আশংকা প্রকাশ করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2uiBkbW

July 12, 2018 at 08:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top