ওরিও ভুলে যান, আসছে অ্যান্ড্রয়েড পি

নয়াদিল্লি, ৩ জুলাইঃ খুব শিগগিরই পিছিয়ে পড়তে চলেছে অ্যান্ড্রয়েড ওরিও। কারণ অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন জানাল গুগল। যার নাম হল অ্যান্ড্রয়েড পি(P)। ইতিমধ্যেই বেটা(Beta) ভার্সন চালু করে দিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড P Beta 3 হতে চলেছে প্রায় চূড়ান্ত ভার্সন। প্রাথমিক ভাবে অ্যান্ড্রয়েড P মিলবে পিক্সেল ডিভাইসে। পরে সব অ্যান্ড্রয়েড ফোনেই অ্যান্ড্রয়েড P চালু করবে গুগল।
সংস্থার দাবি, নতুন এই ভার্সনে বাগ ফিক্সেস ও স্টেবিলিটির উপর জোর দেওয়া হয়েছে।

পিক্সেল-এর পর যে স্মার্টফোনগুলিতে অ্যান্ড্রয়েড পি বেটা ভার্সন মিলবে, সেগুলি হল, ওয়ানপ্লাস ৬, নোকিয়া ৭ প্লাস, এসেনশিয়াল পিএইচ-১, ওপ্পো আর১৫ প্রো, ভিভো এক্স২১, জিয়োমি এমআই মিক্স ২এস ও সনি এক্সপিরিয়া এক্সজি।
খুব শিগগিরই অ্যান্ড্রয়েড পি-এর অপারেটিং সিস্টেমের ভার্সনের নাম অফিসিয়ালি ঘোষণা করবে গুগল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KINtNG

July 03, 2018 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top