উইন্ডসর, ০৭ জুলাই- গত ৩০শে জুন উইন্ডসর শহরে বসবাসকারি বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আজিজ চৌধুরী (মানিক) স্থানীয় রিজিওনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আব্দুল আজিজ চৌধুরী কানাডা প্রবাসী। এ সময়কালে তিনি কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে ১২ টি বৃত্তি চালু করেন। এছাড়া আহসানিয়া ক্যান্সার হাসপাতালে তার মায়ের নামে একটি কেবিন চালু করেন। জানা গেছে, বাংলাদেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে তিনি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করতেন। কানাডার উইন্ডসর শহরে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তাঁরই উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্রেবাংলাদেশ পিস ক্লক নামে একটি ঘড়ি স্থাপন করা হয়। ১৯৮৯ সালে তিনি উইন্ডসরে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। সম্প্রতি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন থেকে তাঁর অবদানের জন্য তিনি লাইফ টাইম এওয়ার্ড পেয়েছেন। এছাড়া মাল্টিকালচারিজম সার্ভিসের জন্যও তিনি এওয়ার্ড লাভ করেন। এছাড়া কমিউনিটি এওয়ার্ডের জন্য অন্টারিও গভর্নমেন্ট থেকে তাকে বিচারক নিয়োগ করা হয়। স্থানীয় পত্রিকা উইন্ডসর স্টার এর নীতিশাস্ত্র বিষয়ের সাথে দীর্ঘকাল যাবৎ তিনি জড়িত ছিলেন। বার্ধক্য জনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, অটোয়ায় বসবাসরত মুক্তিযুদ্ধের গবেষক মোস্তফা চৌধুরি তাঁর ছোট ভাই।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MUOXoK
July 08, 2018 at 09:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন