দুই সরকারি বাসের রেষারেষিতে ধূপগুড়িতে আহত ১১ জন

ধূপগুড়ি, ১ জুলাইঃ কে আগে যাবে তা নিয়ে রেষারেষি। এর জেরে দুই বাসের চালক সহ আহত মোট ১১ জন যাত্রী। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ধূপগুড়ি সিনেমাহল মোড়ের কাছে রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, যাত্রী নামানোর জন্য থেমে থাকা একটি সরকারি বাসে ধাক্কা মারে আরেকটি সরকারি বাস। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস কোচবিহার থেকে বালুরঘাট যাওয়ার সময় ধূপগুড়ির সিনেমাহল মোড় বাস স্টপেজে যাত্রী নামানোর জন্য দাঁড়ায়। কোচবিহার শিলিগুড়ি রুটের আরেকটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। ধাক্কা লেগে বালুরঘাট রুটের বাসটি প্রায় তিরিশ মিটার এগিয়ে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উপড়ে দেয়। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা দুই বাসের আহত যাত্রী এবং চালকদের হাসপাতালে পৌঁছে দেন। আহত বাসযাত্রীদের অভিযোগ, শালবাড়ী থেকেই দুই বাসের ড্রাইভার একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। তাই গাড়ির গতি ভালোই ছিল। বালুরঘাট রুটের বাস চালক রুহুল আমিন বলেন, যাত্রী নামানোর জন্য সবেমাত্র দাঁড়িয়েছিলাম। যেসময় বাসের পেছনে ধাক্কা লাগায় বাস নিয়ন্ত্রণ করার আগেই সামনে এগিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যায়। ঘাতক গাড়ির চালক মমি রায়ের বক্তব্য, বৃষ্টির কারণে রাস্তায় ব্রেক ঠিকঠাক কাজ করছিল না। এই কারণেই সঠিক সময়ে ব্রেক কষেও বাস থামানো যায়নি। ঘটনার পর ধূপগুড়ি থানার তরফে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটিকে টেনে নিয়ে যাওয়া হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া আশেপাশের বেশ কিছুটা অংশ এদিন দুপুর পর্যন্ত বিদ্যুতহীন অবস্থায় পড়ে থাকে।

তথ্য ও ছবিঃ সপ্তর্ষি সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tH1JQs

July 01, 2018 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top