মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সাতটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এলাকার লোকজন সরকারি কাজের অপেক্ষায় না থেকে তাদের যাতায়াতের জন্য নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের লামাকাজি-পরগানা বাজার-আজারিগাঁও পাঁকা সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে প্রায় ১৫ গ্রামের মানুষ গাড়িযোগে প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীতে পানি বেড়ে যায়। এতে ওই সড়কের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পরগনা বাজার থেকে আজারিগাঁও পর্যন্ত যানবাহান চলাচল গত দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে লামাকাজি ইউনিয়নের রাজাপুর, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, আজারিগাও, কৃঞ্চনপুর, খাজাঞ্জীগাঁও গ্রামের মানুষকে এখন পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নদীতে পানি বাড়লেও সরকারিভাবে সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে কয়েকটি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া পরগানা বাজার-আজারিগাঁও পাঁকা সড়ক মেরামতে কাজ করছেন। বুধবার এলকার কৃষক-শ্রমিকসহ প্রায় ১০জন লোক বস্তায় বালু ভরে ও নদী পাড়ে বাশ দিয়ে এ কাজ শুরু করেন।
রাজাপুর গ্রামের সমছু মিয়া বলেন, ভাঙন রোধের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। তাই এলাকাবাসী উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নদীর গর্ভে বিলীন হওয়া সড়ক মেরামত করা হচ্ছে।
লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া সাংবাদিকদের বলেন, এলাকাবাসী উদ্যোগে নদীর গর্ভে বিলীন হওয়া সড়ক মেরামত করছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2NsgG0S
July 04, 2018 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.