বেঙ্গালুরু, ১২ জুলাইঃ বড়োসড়ো বিমান দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ইন্ডিগোর দুটি বিমানের তিনশতাধিক যাত্রী। মঙ্গলবার বেঙ্গালুরুর আকাশে হঠাৎই মুখোমুখি এসে যায় ইন্ডিগোর দুটি বিমান। একটি কোয়েম্বাতুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। অপরটি বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিল। হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানটিতে ছিলেন ১৬২ জন যাত্রী। কোচিগামী বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী। বিমান দুটি যখন একে অন্যের থেকে মাত্র ২০০ ফুট দূরে তখন দুই বিমানের চালকদের সতর্ক করে দেয় ট্রাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম। বেঙ্গালুরুর এয়ার ট্রাফিক কনট্রোল (এটিসি)-র তরফে প্রথমে কোয়েম্বাতুরগামী বিমানকে ৩৬ হাজার ফুট উঁচুতে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে কোচিগামী বিমানকে ২৮ হাজার ফুট উঁচুতে উঠে যেতে বলা হয়। দুই বিমানের মুখোমুখি এসে যাওয়ার ঘটনা স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ma9DxI
July 12, 2018 at 10:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন