৫২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এই মহিলার

দুবাই, ৯ জুলাইঃ এভাবেও ফিরে আসা যায়। দেখিয়ে দিলেন নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটার ক্যারোলিন ডে ফাউ। ২০০৮ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পর অবসর নিয়েছিলেন তিনি। এর ১০ বছর পরে ৫২ বছর বয়সে ফের জাতীয় দলে ফিরে তাক লাগিয়ে দিলেন ক্যারোলিন।

চলতি বছর টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ফের মাঠে নামেন ক্যারোলিন। এই ম্যাচে নেদারল্যান্ডস ৬ উইকেটে হেরে গেলেও ভাল পারফরম্যান্স দেখান তিনি। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন এই অফস্পিনার।

আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি পুরুষ ক্রিকেটারও ৫০-এর বেশি বয়সে খেলেননি। মহিলাদের মধ্যে বয়স্কতম আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে গেলেন ক্যারোলিন। পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র পাঁচজন ৫০ বা তার বেশি বয়সে খেলেছেন। আরও কিছুদিন খেললে বয়স্কতম আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে যাবেন ক্যারোলিন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NFJwv8

July 09, 2018 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top