যোগীর সামনে হাঁটু গেড়ে বসে আশীর্বাদ নিলেন পুলিশ অফিসার, ছবি ঘিরে বিতর্ক

গোরক্ষপুর, ২৮ জুলাইঃ গোরক্ষনাথ মন্দিরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানাচ্ছেন এক পুলিশ অফিসার। সম্প্রতি এই ছবি ঘিরেই সমালোচনা শুরু হয়েছে সোস্যাল মিডিয়ায়।

গোরক্ষনাথের সার্কল অফিসার পদে রয়েছেন প্রবীণ কুমার সিং। শুক্রবার গুরুপূর্ণিমা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর কাছে হাঁটু গেড়ে বসে আশীর্বাদ নিতে যান প্রবীণ সিং। আর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরাও।

এ প্রসঙ্গে ওই পুলিশ অফিসার স্পষ্ট জানান, ‘মন্দিরে নিরাপত্তার ডিউটিতে ছিলাম। নিজের দায়িত্ব পালন করে ওখানে গিয়েছিলাম। সেখানে ভক্তরা আশীর্বাদ নিতে জড়ো হয়েছিলেন। ওনার প্রতি নিজের ভক্তি থেকেই আমি বেল্ট, টুপি ও অন্যান্য পোশাক সামগ্রী খুলে মাথা রুমালে ঢেকে পীঠাধিশ্বর মহন্ত যোগী আদিত্যনাথের আশীর্বাদ নিয়েছি। বাবা গোরক্ষনাথের প্রতি নিজের অনুরাগ, ভক্তি দেখিয়েছি, আর কিছুই নয়।’

তবে আইজি সিভিল ডিফেন্স অমিতাভ ঠাকুরের বক্তব্য, এ ব্যাপারে পুলিশ ম্যানুয়ালের নির্দেশ অত্যন্ত পরিষ্কার। তিনি বলেন, ‘এটা ধূসর জায়গা, যে কোনও ভাবেই ব্যাখ্যা করা যায়। কিন্তু একজন পুলিশ অফিসারের নিজের উর্দির মর্যাদা রক্ষা করা উচিত।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NPaL5E

July 28, 2018 at 08:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top