মালবাজার, ১০ জুলাইঃ মঙ্গলবার সকালে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চা বাগান থেকে এক মহিলার আধা খাওয়া ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। মৃতার নাম শুক্রমনি ওরাওঁ(৫১)। বাড়ি বাগানেরই চৈতি লাইনে। শুক্রমনি অবসরপ্রাপ্ত চা শ্রমিক। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের দাবি, সোমবার তেশিমলা এলাকার একটি প্রোজেক্ট চা বাগানে শুক্রমনি কাজ করতে যান। সন্ধ্যায় ঘরে ফেরেননি তিনি। মঙ্গলবার সকালে বাগানের ২২ নম্বর সেকশনে চা পাতা তুলতে যাওয়া শ্রমিকদের নজরে আসে শুক্রমনির ক্ষতবিক্ষত দেহ। বাগানবাসীদের দাবি, চিতাবাঘ ওই শ্রমিকের দেহ খুবলে খেয়েছে। খবর পেয়ে মাল থানার পুলিশ ও বন্যপ্রাণ স্কোয়াড ঘটনাস্থলে যায়। বন্যপ্রাণ বিভাগ মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের অংশ বাবদ কুড়ি হাজার টাকা তুলে দেন। মালবাজার স্কোয়াডের ভারপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক সমীর শিকদার বলেন, চিতাবাঘের আক্রমণে প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনার নিদর্শন খুব একটা নেই। এক্ষেত্রে কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ক্ষতিপূরণের বাকি অংশ দেওয়া হবে। বাগানে খাঁচা বসানো হচ্ছে। নজরদারি রয়েছে।
সংবাদদাতাঃ বিদেশ বসু
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u72EKg
July 10, 2018 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন