অঙ্ক কষে সাম্বা ঝড় থামাল বেলজিয়াম

বেলজিয়াম-২ (ফার্নান্দিনহো-আত্মঘাতী, ডি ব্রুইন)   ব্রাজিল-১ (রেনাতো)

কাজান, ৭ জুলাইঃ প্রথমবার কঠিন পরীক্ষার সামনে পড়ল ব্রাজিলের ডিফেন্স। আর সেই পরীক্ষায় ফেল করে বিশ্বকাপ থেকেই বিদায় নিল পেলের দেশ। বিলীন হয়ে গেল হেক্সার স্বপ্ন। অঙ্ক কষে প্রেসিং ফুটবল খেলে ব্রাজিলকে সাও পাওলোর বিমানে চড়িয়ে দিল বেলজিয়াম। অসাধারণ ফুটবল খেলে সাম্বা ঝড় থামিয়ে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে বেলজিয়াম সেমিফাইনালে গেল। যেখানে তারা ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। পাঁচবারের বিশ্বসেরা পেলের দেশকে প্রথমবার বিশ্বকাপে হারিয়ে শেষ চারে চলে গেলেন হ্যাজার্ড-লুকাকু-ফেলাইনিরা।

শুরুতেই কয়েকটা সুযোগ তৈরির পর ১৩ মিনিটের মাথায় বেলজিয়ামের কর্নার থেকে দলকে আত্মঘাতী গোল খাওয়ালেন ফার্নান্দিনহো। ৩১ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ডি ব্রুইন। লুকাকুর নিখুঁত পাস যায় ডি ব্রুইনের পায়ে। ভুল করেননি বেলজিয়ামের মিডিও। জোরালো শটে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ওই শটটি আটকানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের আক্রমণভাগে পরিবর্তন আনেন কোচ তিতে। ৭৬ মিনিটে রেনাতো একটি গোল করলেও তাঁর বাকি সতীর্থরা যা মিস করলেন, তার যন্ত্রণা আগামী চার বছর বয়ে বেড়াতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MT9QAG

July 07, 2018 at 12:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top