পুণ্ডিবাড়িতে জলাশয়ে উলটে গেল ট্রাক

পুণ্ডিবাড়ি, ২৫ জুলাইঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জলাশয়ে উলটে গেল গমবোঝাই একটি ট্রাক। বুধবার ঘটনাটি ঘটে পুণ্ডিবাড়ি থানার বাহান্নঘর রাজারমাল্লি এলাকায়। জানা গিয়েছে, ট্রাকটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারের দিকে যাচ্ছিল। রাজারমাল্লি এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই রাস্তার ধারে একটি জলাশয়ে উলটে যায় ট্রাকটি। স্থানীয়রা ট্রাক চালক ও খালাসিকে উদ্ধার করেন। ট্রাকের চালক ও খালাসি আহত হয়েছেন। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়। পুণ্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে উদ্ধার করে।

সংবাদদাতাঃ বিধান সিংহ রায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mIYkwO

July 25, 2018 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top