ঢাকা, ১০ জুলাই- ইপসিতা শবনম শ্রাবন্তী। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের রং নম্বর চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপকভাবে নজর কাড়েন। যদিও তার আগেই ছোটপর্দায় তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। বেশ কয়েক বছর অভিনয়ে নেই শ্রাবন্তী। স্বামী, সন্তান আর সংসারকে প্রাধান্য দিয়েই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। যে কারণে ২০১০ সালে নূরুল আলম আতিকের ডালিম কুমার নাটকে অভিনয়ের পর আর নতুন কোনো নাটকে তাকে দেখা যায়নি। সম্প্রতি তার দাম্পত্যে ফাটলের খবরটি ছড়িয়ে পড়ে মিডিয়াপাড়ায়। এমনকি শ্রাবন্তীর সংসারের মামলা-মোকদ্দমার বিষয়টিও প্রকাশ্যে আসে। ২০১০ সালের অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়াহর বয়স ৭ আর ছোট মেয়ে আরিশার সাড়ে ৩ বছর। আজ এই সম্পর্কের বিষয়ে নিজের সন্তানদের জড়িয়ে ফেসবুকে লিখেছেন তিনি। শ্রাবন্তীর ফেসবুক ওয়ালের লেখাটি আমাদের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল। আজ এই মূহুর্তে আমার একমাত্র শক্তি আমার আল্লাহ আর আমার দুই বাচ্চা। আমার বড় মেয়ে রাবিয়াহ এখনি আমাকে শান্তনা দিল। আর বলল মা কষ্ট পেওনা আর তুমি তো কোন দোষ করোনি। তুমি হ্যাপি থাক প্লিজ। ওহ মাই গড, এই কথাই আমার জন্য অনেক। আলহামদুলিল্লাহ্। থ্যংক্স আম্মু। ওর কথাই ঠিক, আমি কোন অন্যায় করিনি। সো আমি এখন ওদের জন্য ভাল থাকব। আমার আল্লাহ জানেন আর আমি নিজে জানি। সব আল্লাহ্র উপর ছেড়ে দিলাম। শাস্তি দেয়ার মালিক আল্লাহ্। আজ থেকে আমি চুপ। আমার বাচ্চারাই আমার বড় সাপোর্ট। আমার বাচ্চাই আমার শক্তি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সময় মানুষকে অনেক কিছু শেখায়। আমিও শিখলাম। প্রসঙ্গত, গত ২৫ জুন দুই সন্তানসহ বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ১০:১১/ ১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uh1Q4A
July 11, 2018 at 04:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top