গুয়াহাটি, ৩১ জুলাইঃ অসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যদের নামও। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের পঞ্চম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফকরুদ্দিন আলি আহমেদ। শুধু তাই নয়, তিনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন প্রয়াত হন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। কয়েকপুরুষ ধরে অসমের বাসিন্দা ফকরুদ্দিন আলি আহমেদের পরিবার। যদিও সদ্য প্রকাশিত চূড়ান্ত খসড়া তালিকায় প্রয়াত রাষ্ট্রপতির উত্তরসূরিদের নাম নেই। ফকরুদ্দিন আলি আহমেদের ভাই প্রয়াত একরামুদ্দিন আহমেদের ছেলে জিয়াউদ্দিনের দাবি, অসমের পুরোনো বাসিন্দা হিসেবে যাবতীয় প্রমাণপত্র তাঁদের রয়েছে। সেই সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমাও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও নাগরিক তালিকায় আহমেদ পরিবারের নাম ওঠেনি। নাগরিক তালিকা তৈরির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকটির বক্তব্য, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা নিজেদের নাগরিকত্ব দাবি করে নতুন ভাবে আবেদন করার সুযোগ পাবেন। স্বচ্ছ ভাবে সবার আবেদন খতিয়ে দেখা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LRDtFq
July 31, 2018 at 07:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন