চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শহীদ সাটু হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ সদস্য আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, শিাবিদ আব্দুল হান্নান, সমাজসেবক শফিকুল আলম ভোতা, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান সিকদার।
এ সময় প্রধান অথিতি বলেন বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগনের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করে চলেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানি সমস্যা লাঘবে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৩০ কিলো মিটার পাইপ লাইন ১৩ হাজার ৮০০টি ওয়াটার মিটার ও ৫টি উৎপাদক নলকুপ স্থাপন করা হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে একাজে ব্যয় হবে ১০ কোটি ৭৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/  নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2MM7KCn

July 03, 2018 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top