নয়াদিল্লি, ৩ জুলাইঃ কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে প্রবল বৃষ্টি ও ধসে নেপালগঞ্জ-সিমিকোট-হিলসা রুটে আটকে পড়েছেন দেড় হাজারের বেশি তীর্থযাত্রী। জানা গিয়েছে, এমন পরিস্থিতিতে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করার জন্য কোনও বিমান পাঠানো সম্ভব নয়।
কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস থেকে পাওয়া খবর অনুযায়ী সিমিকোটে আটকে রয়েছেন ৫২৫ জন তীর্থযাত্রী, হিলসায় রয়েছেন ৫৫০ জন এবং তিব্বতের দিকে আটকে পড়েছেন প্রায় ৫০০ জন তীর্থযাত্রী। তাঁরা যাতে প্রয়োজনীয় জল, খাবার পান এবং থাকার কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে ভারতীয় দূতাবাসের তরফে একদল প্রতিনিধি নেপালগঞ্জ এবং সিমিকোটে পাঠানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z5cIrY
July 03, 2018 at 02:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন