চ্যাংরাবান্ধা, ১০ জুলাইঃ জনকল্যাণমূলক কাজকর্মে কোনোরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সামাজিক পরিসেবামূলক কাজ যেন কখনোই পড়ে না থাকে। পরিসেবার কাজে ঢিলেমি আমি বরদাস্ত করব না। সামাজিক সুরক্ষা প্রকল্পে ১৫ দিন অন্তর শিবির করে বিভিন্ন সরকারি সুবিধা জনগণকে পাইয়ে দিতে হবে। মানুষকে বিভিন্ন সামাজিক প্রকল্পের সঙ্গে বেশি করে যুক্ত করতে হবে।’ পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধের জন্য জেলা প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা চ্যাংরাবান্ধায় গেস্ট হাউস তৈরির জন্য উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নির্দেশ দেন মমতা। বলেন, ‘সীমান্ত এলাকা চ্যাংরাবান্ধায় কোনো গেস্ট হাউস নেই। এতে বাংলাদেশ থেকে আসা অতিথিদের সমস্যায় পড়তে হয়। এখানে যেন একটি গেস্ট হাউস তৈরি করা হয়।’ একইসঙ্গে চ্যাংরাবান্ধার সৌন্দর্যায়নের জন্য চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অর্ঘ্য রায় প্রধানকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MYzAeM
July 10, 2018 at 08:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন