অ্যান্টিগা, ০৪ জুলাই- দীর্ঘ ৭ মাস পর টেস্ট খেলতে নেমে লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাত্র ৪৩ রানে অল আউট হয়েছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি। আজ বুধবার অ্যান্টিগায় টস জিতে ব্যাট করতে নেমে আসা যাওয়ার মিছিল শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের নতুন কোচ স্টিভ রোডস যোগ দেয়ার পরই এমন লজ্জায় পড়তে হলো সফরকারীদের। ক্যারিবিয়ান বোলারদের দাপটে মাত্র ১৮ ওভার ৪ বল খেলতে সক্ষম হয়েছে তামিম-লিটনরা। টেস্টের ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হবার তালিকায় ১১ নম্বরে উঠে এসেছে সাকিবের দল। ১৮৭৭ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্টের পর আজকের ম্যাচটি নিয়ে মোট ২ হাজার ৩১০টি ম্যাচ চলছে। এরমধ্যে সবচেয়ে কম ২৬ রানে সব উইকেট হারিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ১৯৫৫ সালেও ওই ম্যাচে ২৭ ওভার খেলেছিলেন কিউইরা। মাত্র ৩০ রানে দুইবার অলআউট হবার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার। ১৮৯৭ সালে ও ১৯২৪ সালে দুইবারই ইংল্যান্ডের কাছে সব উইকেট দিয়ে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার লজ্জা এখানেই শেষ নয়। ৩৫ রানেও সব উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়ার নজির আছে দলটির। ১৮৯৯ সালে ইংলিশদের বিপক্ষেই এই লজ্জা পেতে হয়েছিল আফ্রিকা মহাদেশের পরাশক্তিকে। এছাড়া ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার আরেকটি রেকর্ড আছে দলটির। ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফলতম দল অজিরাও ৩৬ রানে অলআউট হয়েছিল। ১৯০১ সালে ইংল্যান্ডের মাটিতে এই লজ্জা পেতে হয় তাদের। এই তালিকায় সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। প্রত্যেকেই ৪২ রানে অল আউট হয়েছে। ১৯৪৬ সালে অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবের শিকার হয় ব্ল্যাকক্যাপসরা। এদিকে ১৮৮৮ সালে ইংল্যান্ডের কাছে সব উইকেট হারিয়ে দিয়ে আসে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। আর ১৯৭৪ সালে ইংলিশদের বিপক্ষে লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা। তালিকার দশম স্থানে রয়েছে ইংলিশদের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সাল কেপটাউনে সবকটি উইকেট উপহার হিসেবে দিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ১১:২২/ ০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2u4nOaX
July 05, 2018 at 05:28AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.