জয়পুর, ৩১ জুলাইঃ গোরক্ষার নামে পিটিয়ে খুনের বিভিন্ন ঘটনা নিয়ে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এরমধ্যেই রাজস্থানের আলওয়ারে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। তিনি বলেন, সন্ত্রাসের থেকেও গোহত্যা বড় অপরাধ। কারণ, ভারতে গরুকে মাতা হিসেবে গন্য করা হয়। তিনি বলনে, জঙ্গিরা দু-পাঁচজন মানুষকে মারে। কিন্তু গোহত্যা কয়েক হাজার, এমনকি কয়েক লক্ষ মানুষের ভাবাবেগকে আহত করে।
উল্লেখ্য, রাকবরের হত্যার ঘটনায় আহুজার লোকজনদের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিরোধীরা। যদিও আহুজা এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KdCvhW
July 31, 2018 at 06:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন