মিশনারিজ অব চ্যারিটির সব হোম পরিদর্শনের নির্দেশ কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ১৭ জুলাইঃ ঝাড়খণ্ডে শিশু বিক্রির জেরে দেশের সব মিশনারিজ অব চ্যারিটি পরিদর্শনের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্যকে দ্রুত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি। একইসঙ্গে মন্ত্রকের তরফে দত্তক নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অন্য হোমগুলিকে যুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে মিশনারিজ অব চ্যারিটির অধীন একটি হোম থেকে দত্তকের নামে তিনটি শিশু বিক্রির অভিযোগ ওঠে। শিশু বিক্রির ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে অভিযানে নামে ঝাড়খণ্ড পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L0Pw3Z

July 17, 2018 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top