ছক্কা হাঁকানোয় আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন ‘ইউনিভার্সাল বস’

কিংস্টোন, ৩০ জুলাইঃ বিগ হিটার-এর তকমা নিজের নামের পাশে পাকাপাকিভাবে জুড়ে দেওয়ার পথে আরও এগিয়ে গেলেন ক্রিস গেইল। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ইউনিভার্সাল বস ছুঁয়ে ফেললেন শাহিদ আফ্রিদিকে। বর্তমানে আফ্রিদির সঙ্গে যুগ্মভাবে ৪৭৬ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার নজির গড়ে ফেলেছেন গেইল। আফ্রিদির (৫২৪) থেকে ৮১ ম্যাচ কম খেলেই যে নজির স্পর্শ করেছেন গেইল (৪৪৩)। আফ্রিদির ওডিআইয়ে ৩৫১, টি২০তে ৭৩ ও টেস্টে ৫২ টি ওভার বাউন্ডারি রয়েছে। অপরদিকে, গেইলের ওডিআইতে ২৭৫, টি২০তে ১০৩ ও টেস্টে ৯৮ ছক্কা রয়েছএ। আপাতত আর একবার ওভার বাউন্ডারি হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর ক্ষেত্রে এককভাবে রেকর্ডের মালিক হয়ে যাবেন ক্রিস গেইল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mQ8vzE

July 30, 2018 at 08:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top