রেকর্ড উচ্চতায় সূচক, কমল টাকার দাম

মুম্বই, ২৪ জুলাইঃ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিএসই সেনসেক্সের সূচক ২২২.২৩ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৩৬৭১৮.৬০-তে। নিফটিও ৭৪.৬০ পয়েন্ট বেড়ে পেয়ে পৌঁছয় ১১০৮৪.৮০তে।

১৫৫৩টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। ১০৬১ শেয়ারের দাম কমে গিয়েছে। যেখানে ১৮০টি শেয়ারের দাম অপরিবর্তিত।

সোমবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ১১,০৮০-তে। স্টকের মদ্যে সবচেয়ে লাভে রয়েছে আইটিসি, বেদান্ত এবং এইপিএল। সবচেয়ে ক্ষতিতে রয়েছে বাজাজ অটো এবং হিরো মোটো কর্প।

অন্যদিকে, টাকার দামও এদিন সামান্য কিছুটা কমেছে। সোমবার ডলার পিছু টাকার মূল্য ছিল ৬৮.৮৬ টাকা। আজ তা হয়েছে ৬৮.৯৬ টাকা। এদিন, আমেরিকান ডলার ও ভারতীয় টাকার বিনিময় মূল্য ৬৮.৮০ থেকে ৬৯.১০ টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A37tJT

July 24, 2018 at 01:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top